১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি চাকরিপ্রার্থীদের

- ছবি : নয়া দিগন্ত

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে চাকরিপ্রার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে এ দাবি জানানো হয়।

আগামী ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এটি দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

চাকরিপ্রার্থীরা বলছেন, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ। নতুন করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের নিম্নাঞ্চলও প্লাবিত হচ্ছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, বন্যা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আবার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কটের বিষয়টিও বিবেচনা নিতে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নেয়ার বিকল্প নেই। সার্বিক বিষয় বিবেচনা করে এখনো পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মনে করছি আমরা।

উল্লেখ্য, গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন পাস করেছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।


আরো সংবাদ



premium cement