০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বাকৃবির হলে সংঘর্ষ, আহত ৫

বাকৃবির হলে সংঘর্ষ, আহত ৫ - নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে অন্তর্কোন্দলের জেরে সংঘর্ষ হয়েছে। বুধবার (৫ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ নাজমুল আহসান হলের ভিতরেই ওই সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়েছেন এবং হলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে সংঘর্ষের লিপ্ত হওয়ার কারণে চারজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহীদুল আলম। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন হল প্রভোস্ট।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শহীদ নাজমুল আহসান হলের ২য় বর্ষের শিক্ষার্থীদের গেস্টরুমের নামে মারধর করে ৩য় বর্ষের শিক্ষার্থীরা। একারণে হলের সিনিয়রদের ওপর ক্ষিপ্ত ছিলেন ২য় বর্ষের শিক্ষার্থীরা। সন্ধ্যায় হলের সিনিয়রদের সাথে সংঘর্ষে লিপ্ত হন ২য় বর্ষের শিক্ষার্থীরা। এসময় অন্যান্য হল থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ঝামেলা মেটাতে এলে তাদের সকলের ওপর চড়াও হন ২য় বর্ষের শিক্ষার্থীরা। একপর্যায়ে ঘটনাটি বিশাল মারামারির আকার ধারণ করে। পরে হলের ভিতর জানালার কাচ ভাংচুর করে শিক্ষার্থীরা।

অন্য একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের কর্মীদের যারা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তাদের সাথে ছাত্রলীগের অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলের সিট-সংক্রান্ত কারণে অন্তর্কোন্দলের সৃষ্টি হয়। পরে নিজেদের মধ্যে গালাগালি ও কথা কাটাকাটি থেকে একপর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এসময় লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে নাজমুল আহসান হল রণক্ষেত্রে পরিণত হয়। মারামারির সময় হলের বেশ কিছু রুমের জানালা, দরজা ভেঙে ফেলা হয়। মারামারির একপর্যায়ে ছাত্রলীগের সভাপতি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে আসলে তাকে উদ্দেশ্যে করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

মারামারিতে ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের মোট পাঁচজন আহত হন। এর মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহীদুল আলম।

এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'সন্ধ্যা ৭টার কিছু আগে টিএসসিতে বন্ধুদের সাথে বসে ছিলাম। হঠাৎ করে নাজমুল আহসান হল থেকে প্রচণ্ড হট্টগোল শুনতে পাই। কিছুটা এগিয়ে যেতেই ওই হলের এক বড় ভাইয়ের সাথে দেখা হলে তিনি বলেন যে, হলে মারামারি হচ্ছে। এর কিছুক্ষণ পরেই কয়েকজন শিক্ষার্থীকে প্রাণপণে দৌড়ে যেতে দেখে এবং তাদের পিছনে আরো কয়েকজনকে ধাওয়া করে যেতে দেখি। ধাওয়াকারীরা রীতিমতো 'ধর ওদের ধর ওদের' বলতে বলতে দৌড়াচ্ছিল। এর কিছুক্ষণ পরেই ওই হল এবং পূবালী ব্যাংক-সংলগ্ন সড়ক দিয়ে ১২ থেকে ১৫টি মটরসাইকেলকে যেতে দেখি৷ এক একটি মোটরসাইকেলে ২ থেকে ৩ জন করে ছিল এবং প্রত্যেকের হাতেই বিভিন্ন দেশীয় অস্ত্র (রামদা, ছুরি, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্প, সাইকেলের চেইন ইত্যাদি) ছিলো। মটরসাইকেলগুলো নিয়ে তারা বোটানিক্যাল গার্ডেনের সামনে দিয়ে কে আর মার্কেট এবং কৃষি অনুষদের করিডোর হয়ে আব্দুল জব্বার মোড়ের দিকে চলে যায়।'

বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য প্রতিষেষক শাখার (হেলথ কেয়ার সেন্টার) ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. পার্থ সেন বলেন, 'আমার কাজ শুরু হয়েছে রাত ৯টা থেকে। আমার আগে বিকাল ৩টা থেকে ডিউটিতে ছিলেন ড. মো. সাদিকুল ইসলাম খান। ডা. সাদিকুল ইসলাম আমাকে যতটুকু জানিয়েছেন তাতে আহত অবস্থায় কোনো শিক্ষার্থী হেলথ কেয়ারে আসেননি। শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স নিয়ে নিজেরাই হয়তো মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলে গিয়েছেন এমনটিই জানিয়েছেন আমাকে ডা. সাদিকুল।'

এবিষয়ে জানার জন্য ডা. সাদিকুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ের বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আরিফ সাকিল বলেন, ' হলের নিয়ম-শৃঙখলা ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ওই ঘটনার সাথে জড়িত ২য় বর্ষের চারজন শিক্ষার্থীকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন হল প্রভোস্ট। বর্তমানে তারা কোতোয়ালী থানায় পুলিশের হেফাজতে আছেন। পরে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শহীদুল আলম বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে আমি এখন বলতে পারছি না। আমরা চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তসাপেক্ষে জানা যাবে ঘটনা কী ঘটেছে। এই ব্যাপারে সবার সহায়তা কামনা করছি। আর আমার জানা মতে এই ঘটনায় পাঁচজনের মতো আহত হয়েছেন। যার মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। চারজন ছাত্রকে আমরা প্রক্টরের হাতে তুলে দিয়েছি। পরে তারা তাদেরকে কী করেছেন এই ব্যাপারে আমরা বলতে পারছি না।


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল