২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা বোর্ড

-

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে। রোববার নতুন এক ‘জরুরি বিজ্ঞপ্তি’তে এ নির্দেশনা দেয়া হয়েচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে আটকে রয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ। এর মধ্যে শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসির ফরম পূরণ শুরু হচ্ছে ২৯ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।

এতে আরো বলা হয়েছিল, এইচএসসি পরীক্ষা ২০২১ উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ফলে এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। করোনা মহামারীর কারণে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য দেশের সকল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। এর একদিন পর রোববার ফরম পূরণ স্থগিত রাখার নির্দেশনা দেয় শিক্ষা বোর্ড।

নতুন এই নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সকল কলেজ অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে ফরম পূরণ সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে।

বোর্ডের নতুন ‘জরুরি বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম সাক্ষরিত রোববারের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মর্মে এইচএসসি পরীক্ষা ২০২১-এর পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কাযক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল