২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বহিরাগত নিয়ে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

বহিরাগত নিয়ে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি - ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অনুমতি ছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা আরোপের পরদিনই বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শাখা ছাত্রলীগের একাংশ। ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচিতে ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে ঢুকে বহিরাগতরা। এতে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জানা যায়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাখা ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনির নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগের একাংশ। টনির সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে বহিরাগতদের দেখা যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে বহিরাগতদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করায় নিন্দা জানিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের নেতারা বলেন, ‘অনুমতি ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ। কিন্তু বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগের ব্যানারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা অযৌক্তিক। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করছি।’

তন্ময় সাহা টনি বলেন, ‘বিবাহিত হয়েও যদি ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে পারে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে পারে তাহলে বহিরাগতরা কেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রোগ্রামে আসতে পরবে না? এটা জাতীয় প্রোগ্রাম তাই সকল ছাত্রলীগই এতে অংশ নিতে পারে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ক্যাম্পাস পাশ্ববর্তী এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল নেই। তাই বিভিন্ন জাতীয় কর্মসূচিতে বহিরাগতরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসে। কিন্তু পাশ্ববর্তী ছাত্রলীগের ব্যানারে বহিরাগতদের নেয়া উচিত না। আমরা ঐ ছাত্রলীগ নেতাকে আগামীতে এরকম কাজ করতে নিষেধ করেছি।’

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্যম্পাসের মূল ফটকের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ও বঙ্গবন্ধু হলের সামনে ‘মুক্তির আহ্বান’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, হলগুলো এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রচারিত হচ্ছে।


আরো সংবাদ



premium cement
রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন’ আমতলীতে কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব আরো ৯ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন জামায়াত দেশের মানুষের জন্য কাজ করতে চায় : সেলিম উদ্দিন

সকল