০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

‘আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ : ইবি শিক্ষার্থীরা

‘আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ : ইবি শিক্ষার্থীরা - ছবি : নয়া দিগন্ত

স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের পরীক্ষার রুটিন দেয়ায় আমরা ক্যাম্পাসের পাশের মেসে উঠি। কিন্তু আবারো পরীক্ষা বন্ধ করে দিয়ে আমাদের ফিরে যেতে বলা হচ্ছে। আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিকে সাত কলেজের পরীক্ষা নেয়া হচ্ছে। এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে স্থগিত পরীক্ষা গ্রহণ করতে হবে।’

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বসার কথা পরীক্ষার হলে-বসতে হলো রাজপথে’, ‘সাত কলেজে হবে পরীক্ষা-আমাদের কেন অবহেলা?’, ‘হয় পরীক্ষা নাও-না হয় ফাঁসি দাও’, ‘দাবি মোদের একটাই-স্থগিত পরীক্ষা চালু চাই’, ‘সব চলে সব হয়-পরীক্ষা নিতে কিসের ভয়?’ সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির মাধ্যমে ভিসি অধ্যাপক ড: শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারীর কারণে প্রায় এক বছর ক্যাম্পাস বন্ধ থাকার পর গত ২২ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ২২ ফেব্রুয়ারি চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল