২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংসদে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল পাস

সংসদে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল পাস - ছবি : সংগৃহীত

খুলনা বিভাগে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং এই অঞ্চলে চিকিৎসা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সুযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সোমবার জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২০ পাস হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিলটি উত্থাপন করেন ও এটি কণ্ঠভোটে পাস হয়।

বিলের উদ্দেশ্য অনুসারে স্নাতকোত্তর চিকিৎসক ও চিকিৎসা বিষয়ে গবেষক তৈরি করার পাশাপাশি এ অঞ্চলের মেডিক্যাল কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নের জন্য খুলনা বিভাগে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা জরুরি।

রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর আইনের সাথে মিল রেখে এই বিলটি তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন রাষ্ট্রপতি।

খুলনা বিভাগের সকল সরকারি ও বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল ও নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এবং মেডিক্যাল শিক্ষার সাথে সম্পর্কিত অন্যান্য ইনস্টিটিউট এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে।

বিলে গবেষণা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার মানগুলো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

প্রতিটি বিভাগে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, বিল, ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে গত ১৯ জানুয়ারি সংসদে এটি উত্থাপন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বিলটি উত্থাপন করলে এটিকে আরো যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬

সকল