ভোট ডাকাতির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
- অনলাইন প্রতিবেদক
- ১৮ নভেম্বর ২০২০, ১০:২৫
ভোট ডাকাতির প্রতিবাদ ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মেস্তাফিজুর রহমানসহ নেতাকর্মীদের ভিত্তিহীন, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মোসাব্বির মিল্লাত পাটোয়ারী ও মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম নিবির মুন্সি, মাহমুদুল হাসান, শফিউল শারাফাত, আব্দুস শুক্কুর আয়মান, মেহেদী হাসান, নাজমুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।