২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

প্রতিমাসে ১৫ জিবি ইন্টারনেট পাবেন চবি শিক্ষার্থীরা

প্রতিমাসে ১৫ জিবি ইন্টারনেট পাবেন চবি শিক্ষার্থীরা - ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে প্রতি মাসে বিনামূল্যে ১৫ জিবি ইন্টারনেট সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। রবি সিম ব্যবহার করে এ সেবা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ‘করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ আনুষঙ্গিক অনেক খাতে ব্যয় কমেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করবো। যত দ্রুত সম্ভব দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা চবি শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিশ্চিত করতে প্রতি মাসে ১৫ জিবি মোবাইল ইন্টারনেট সরবরাহের উদ্যোগ নিয়েছি আমরা। এ সেবা দিতে রবি কর্তৃপক্ষের সাথে আমাদের চুক্তি হয়েছে।


আরো সংবাদ



premium cement