২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের বিক্ষোভ

- নয়া দিগন্ত

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান, মাজেদুল ইসলাম রুমন, ওমর ফারুক কাওসার, সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক মারুফ এলাহী রনি, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সুলতানা জেসমিন জুঁই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা কলেজসহ প্রায় তিন শতাধিক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাঁসির দাবি জানান তারা।


আরো সংবাদ



premium cement