২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কওমি মাদরাসা খোলা নিয়ে ধূম্রজাল

কওমি মাদরাসা খোলা নিয়ে ধূম্রজাল - ছবি : সংগৃহীত

সরকার কওমি মাদরাসার পরীক্ষা গ্রহণের অনুমতি দিলেও শিক্ষাকার্যক্রম শুরু নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বারিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তিনি জানিয়েছেন এখনো আনুষ্ঠানিকভাবে এটির ঘোষণা দেয়া হয়নি। অবশ্য কওমি মাদরাসার ডিগ্রি ও সমমানের দাওরায়ে হাদিস পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে সরকার। 

গতকাল মন্ত্রিসভার মিটিং শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মাদরাসাগুলোর দাবির পরিপ্রেেিত সরকার স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীাগুলো নেয়ার অনুমতি দিয়েছে। তবে মাদরাসার শিক্ষাকার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়নি। 

তবে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী (মাদরাসা শাখা-২) স্বারিত একটি প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসাগুলোর কিতাব বিভাগের শিাকার্যক্রম শুরু ও পরীা গ্রহণের অনুমতি প্রদান করা হলো। তবে এ ক্ষেত্রে ছয়টি শর্ত পালন করতে হবে মাদরাসাগুলোকে। শর্তগুলো হলো : ১. প্রত্যেক শিার্থীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, মাথায় নিরাপত্তা টুপি পরা আবশ্যক। ২. মাদরাসায় প্রবেশের আগে গেটে স্যানিটাইজিং করতে হবে। ৩. শিার্থীরা নিজ নিজ কে অবস্থান করবে, বিপ্তিভাবে চলাফেরা করবে না। ৪. একজন শিার্থী অন্য শিার্থী থেকে কমপে ৩ ফুট দূরত্বে অবস্থান করবে। ৫. করোনার কারণে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। এবং ৬. শিক ও কর্মচারীরাও একইভাবে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাস করাবেন। 

এ ব্যাপারে আল-হাইআতুল উলয়া বাংলাদেশের ফেসবুক পেজেও অফিস সম্পাদক অছিউর রহমান লেখেন, আলহামদুলিল্লাহ, শিা মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন থেকে শিাকার্যক্রম, দরস ও পরীাসহ কওমি মাদরাগুলো সব বিভাগের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
তবে সৈয়দ আসগর আলীর সাথে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে নয়া দিগন্তকে তিনি বলেন, এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। কারণ এটি এখনো সংযোজন-বিয়োজন হতে পারে। এটি কিভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল তা বুঝতে পারছি না। 

গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। ওই দিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের একটি প্রতিনিধিদল। দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে দেশের অন্যান্য শিাপ্রতিষ্ঠানের সাথে কওমি মাদরাসাগুলোর শিাকার্যক্রমও বন্ধ হয়ে যায়। 
৫ সেপ্টেম্বর থেকে তাহফিজুল কুরআন পরীক্ষা : এ দিকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে তাহফিজুল কুরআন বিভাগের ৪৩তম পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- বেফাক। গত ২৩ আগস্ট বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০ সেপ্টেম্বর থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা : আগামী ২০ সেপ্টেম্বর থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) পরীা শুরু হবে। আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির গতকালের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আল-হাইআতুল উলয়ার অফিস সম্পাদক অছিউর রহমান জানান, আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
দারুল উলুম হাটহাজারীতে ভর্তি পরীা অনুষ্ঠিত : জামেয়া দারুল উলুম হাটহাজারীতে গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি-ইচ্ছুক নতুন ছাত্রদের ভর্তি পরীার প্রথম পর্ব শেষ হয়েছে। পরীায় শরহে বেকায়া থেকে তাকমিল, উচ্চতর হাদিস গবেষণা, উচ্চতর ইসলামিক আইন গবেষণা, উচ্চতর কুরআন গবেষণা, দাওয়া ইরশাদ এবং কিরাত বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রায় আড়াই হাজার ছাত্র অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার জামেয়ার শিা পরিচালনা বিভাগ থেকে ভর্তি পরীার ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement