রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ত্যাগের নির্দেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মার্চ ২০২০, ১৫:৫২
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এসময়ে প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানান প্রভাষ কুমার।
প্রোভস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক আবদুল আলীম জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের আবসিক হলগুলো বন্ধ থাকবে।
১৮ মার্চ বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, গতকাল রোববার রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন।
সূত্র : ইউএনবি