২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের জরুরি ৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করাসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকাডেমিক ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেফতার, ছাত্ররাজনীতি বন্ধসহ ছয় দফা দাবি উত্থাপন এবং তা পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটের ভিসি, প্রো-ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দেন।


আরো সংবাদ



premium cement