২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

সারাদেশে সহকারী জজ পরীক্ষায় প্রথম হলেন ববির সাদিয়া

হালিমাতুস সাদিয়া - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) ১৭তম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সারাদেশের মধ্যে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আরো দু’শিক্ষার্থী ১৭তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা হলেন সুব্রত পোদ্দার ও নূর ই নিশাত।

আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের বিষয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের বিভাগে সঙ্কটের মাঝেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেছনে ফেলে প্রথম হয়েছে এই কৃতিত্ব এ শিক্ষার্থীর নিজের। প্রতিবছরই আমাদের বিভাগ থেকে জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়।’

হালিমাতুস সাদিয়া ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অনার্স ও মাস্টার্সের ফলাফলেও বিভাগে প্রথম স্থান অর্জন করেন সাদিয়া।

হালিমাতুস সাদিয়া বলেন, ‘আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। মা-বাবার অনুপ্রেরণায় আমি আজ এ পর্যায়ে এসেছি। বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে এ ফলাফল অর্জনে সহায়তা করেছে।’


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল