২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ঢাবিতে ‘প্রোডাক্টিভ রামাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঢাবিতে ‘প্রোডাক্টিভ রামাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মহসীন হল মাঠে এ সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আলোচিত ইসলামিক স্কলার ড. ইয়াসীর ক্বাদী।

সিম্পোজিয়ামে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ড. ইয়াসীর ক্বাদী। তিনি দু’টি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। প্রথম সেশনে ‘প্রফেটিক উইসডম ইন কারেন্ট ওয়ার্ল্ড’ এবং দ্বিতীয় সেশনে ‘দর্শকশ্রোতার প্রশ্নোত্তর ও প্রোডাক্টিভ রামাদান’ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ২০২৪ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত ‘প্রোডাক্টিভ রামাদান’ শীর্ষক অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা সম্পর্কে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। হামলায় আহত শিক্ষার্থীদেরকে শাইখ ড. ইয়াসীর ক্বাদী উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এস এম ফরহাদের সভাপতিত্বে ও ঢাবি শিক্ষার্থী লুতফর রহমানের সঞ্চলনায় সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে একটি করে উপহার প্যাক দেয়া হয়, যার মধ্যে কুরআন, তিনটি বই, নোটবুক এবং কলম ছিল। অনুষ্ঠানের শেষে সকলের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এস এম ফরহাদ তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পারা শুধুমাত্র ফ্যাসিবাদ পতনের কারণেই সম্ভব হয়েছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা ইসলামের মহান আদর্শ সবার কাছে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিল জানান, ‘আমরা স্বল্প সময়ের নোটিশে হাজার হাজার আবেদন গ্রহণ করি এবং ২০০০ জনকে নির্বাচিত করি। সবার অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক আয়োজন করব।’ বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ রাঙ্গামাটিতে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ মতবিনিময় সভা কুষ্টিয়ার পদ্মা চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেফতার গাজীপুরে গার্মেন্টসের ৭৬ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ পুলিশ তল্পিবাহক হয়ে কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি ১৯ খাল সংস্কারের মহাপরিকল্পনা নেয়া হবে : উপদেষ্টা অনতিবিলম্বে এ টি এম আজহারকে মুক্তি দিতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান পাঠ্যপুস্তকে আল মাহমুদের লেখা পুনর্বহালসহ কবির সাহিত্যচর্চায় ইনিস্টিটিউট প্রতিষ্ঠার দাবি উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুটের ঘটনা একমাত্র বাংলাদেশেই ঘটেছে : গভর্নর

সকল