২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ঢাবিতে শহীদ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা

সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা - ছবি : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির কলা অনুষদের আর সি মজুমদার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভাটি পরিচালনা করেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ও লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. ফেরদৌস আরা খানম বকুল।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামিমা তাসনিম।

এ সভার প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।

তিনি বলেন, ‘বাংলা ভাষার মৌলিকত্ব বজায় রাখতে আমাদেরই দায়িত্ব। আন্তর্জাতিক ভাষা জানার গুরুত্ব অপরিসীম, তবে মাতৃভাষার সম্মান সর্বোচ্চ হওয়া উচিত।’

তিনি বাংলা ভাষার ইতিহাস ও সংগ্রামের ওপর গুরুত্বারোপ করেন এবং ভাষা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় ড. শামিমা তাসনিম বলেন, ‘মাতৃভাষায় শ্রেষ্ঠত্ব অর্জন না করলে কেউ অন্য ভাষায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না।’ এছাড়াও মাতৃভাষায় কোরআন শেখার গুরুত্ব এবং ভাষার মাধ্যমে সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

আলোচনা সভায় বক্তারা মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, ‘মাতৃভাষাকে হৃদয়ে লালন করলে তা জাতির গৌরব বাড়াবে এবং বিশ্বসম্প্রদায়ের ত্যাগ ও সংগ্রামকে সম্মান জানাবে। এছাড়াও, সভায় ভাষা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।’

নারী প্রয়াসের সহকারী সেক্রেটারি ও এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহসিনা মমতাজ মারিয়া ভাষা দিবসের সঠিক ইতিহাস তুলে ধরে ‘ভাষা সংগ্রাম যেভাবে হলো’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারী প্রয়াসের সহ-সভাপতি ডা: ফাতেমা ইয়াসমিন, ড. আবিদা সুলতানা, সহকারী সেক্রেটারি সাহেল মোস্তারী, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সুধীজনেরা।


আরো সংবাদ



premium cement
আজকের খেলা ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে মূলধন বেড়েছে ৮ হাজার ৪২৩ কোটি টাকা ওয়ালটনের ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে এলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভোক্তা অধিকার আইনবিষয়ক সেমিনার সিটি সুগার ইন্ডাস্ট্রিজের জন্য বন্ডের মাধ্যমে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক ঝিনাইদহে এক হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল চুয়েটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চট্টগ্রামে ৩৩তম ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবিতে সমাবেশ সিভাসুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সকল