২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ডুসাসের নেতৃত্বে শুয়াইব-আশিক

- ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শৈলকুপা'র (ডুসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ওই কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: শুয়াইব ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন উর্দু বিভাগের শিক্ষার্থী মো: আশিকুর রহমান মনোনীত হয়েছেন।

গত ২০ ফ্রেবুয়ারি (বৃহস্পতিবার) ডুসাসের অন্যতম উপদেষ্টা মো: জাকারিয়া রহমান জিকু ও এম এম মুসা ও রাজু আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আসিফা বিনতে আনোয়ার, মো: খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদুজ্জামান ফরিদ, মো: মামুন হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: সবুজ বিশ্বাস, মোখলেছুর রহমান রাফিদ, মাহফুজুর রহমান ও নাহিদ ইসলাম।

এছাড়াও কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হারুন ইসলাম, দফতর সম্পাদক মামুন হোসাইন, ক্রীড়া সম্পাদক আকিব মাহমুদ রচি, আপ্যায়ন সম্পাদক মো: শিবলু হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক রুকাইয়া আফরিন উষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদমান বাপ্পী।

নবগঠিত এই কমিটির শুভেচ্ছা জানিয়ে সভাপতি শুয়াইব ইসলাম বলেন, আমাদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের এই মুহূর্তটি আমার জন্য অত্যন্ত গর্বের এবং গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার মাধ্যমে আমরা আগামী এক বছরের জন্য ডুসাস- এর দায়িত্ব গ্রহণ করেছি। এটি আমাদের জন্য শুধু একটি দায়িত্ব নয় বরং একসাথে কাজ করার, শেখার এবং সংগঠনকে আরো সমৃদ্ধ করার একটি সুযোগ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে, যারা সংগঠনের প্রতি বিশ্বাস রেখেছেন এবং আমাদের এই দায়িত্বের জন্য যোগ্য ভেবেছেন। আমার ব্যক্তিগত লক্ষ্য হলো শিক্ষার প্রসার, নেতৃত্ব বিকাশ এবং আমাদের তরুণদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করা। পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি প্রাণবন্ত, ঐক্যবদ্ধ ও সচেতন কমিউনিটি গড়ে তুলতে চাই। একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।

সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান বলেন, আমাদের উপজেলা সংগঠনের নবগঠিত কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। এই দায়িত্বের মধ্যে দিয়ে আমি আমাদের সংগঠনের সকল সদস্যের মঙ্গলার্থে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য হবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সকলের সহযোগিতায় একটি শক্তিশালী এবং কার্যকরী সংগঠন গড়ে তোলা। আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও একাগ্রতা থেকে উপজেলা সংগঠন একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে। সকলের সহায়তা ও সমর্থন নিয়ে আমরা সাফল্যের নতুন মাইলফলক স্থাপন করতে সক্ষম হবো।


আরো সংবাদ



premium cement