২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

রাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ২ দিনব্যাপী গবেষণা মেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণা সংসদ -

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণা সংসদ। রাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো দু’দিনব্যাপী ২২-২৩ ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারের্ন্স অ্যান্ড রিচার্জ ফেয়ার-২০২৪’ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম হাসান প্রাঙ্গন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবারের গবেষণা মেলায় পাঁচ শতাধিক গবেষকসহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৭৩টি গবেষণা সারসংক্ষেপ জমা পড়েছে। এখান থেকে ৮৬ জন শিক্ষকের মাধ্যমে যাচাই-বাছাই করে করে ৩৩৪টি সারসংক্ষেপ চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হয়। সেখান থেকে ২০২জন প্রেজেন্টিং অথরসহ সর্বমোট ৪০৭জন গবেষক চূড়ান্ত নিবন্ধন করেন।

এবারের মেলায় ৮০০ বেশি নিবন্ধিত দর্শক অংশগ্রহণ করেছেন। ভলান্টিয়ার মেম্বার রয়েছে ১৫০জন। বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদসহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ অংশ নিবেন। এর মধ্য থেকে ১০টি বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদ, চারটি ইনস্টিটিউট এবং একটি আন্তর্জাতিক গবেষণা সংগঠন, উচ্চশিক্ষাবিষয়ক সংগঠনের সরাসরি স্টল থাকছে। সংসদের উদ্যোগে মেলায় থাকছে দু’মিনিটে গবেষণার বিভিন্ন বিষয়ে জানার সুযোগ।

এদিকে কনফারেন্সে দু’ধরনের উপস্থাপনার সুযোগ থাকছে। ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের পরে রিচার্জ পেপারগুলোকে আরইউআরএস-এর বুক অব অ্যাবস্ট্রাক্টে লিপিবদ্ধ করা হবে। এছাড়া ইনডেক্সিং পার্টনার পাবলিকেশনগুলো পাবলিশের সুযোগ থাকবে এ মেলায়।

উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ মূলত শিক্ষার্থীদের গবেষণা নিয়ে কাজ করে। এই গবেষণা সংসদের মূলনীতিগুলো হলো রিচার্জ, রেনোভেশন, রেভোলেশন গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে সক্রিয়ভাবে স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম, ইভেন্ট সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদি আয়োজন করে থাকে এ সংগঠন।


আরো সংবাদ



premium cement
কাশিয়ানীতে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ২ ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৫ আমরা কারো দাবার গুটি হবো না : জামায়াত আমির ক্রিপ্টোকারেন্সির ১৫০ কোটি ডলার চুরি আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি : মাসুদ সাঈদী ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত শান্তি আলোচনায় জেলেনস্কির উপস্থিতিকে দরকারি মনে করেন না ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রঁ ‘কিছুই করেননি’, বললেন ট্রাম্প ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস ১৫ বছর পর দেশে ফিরে বোনের বাড়িতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান বিজিবির

সকল