২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

অধ্যাপক আজাদ খান মাউশির নতুন ডিজি

অধ্যাপক মুহাম্মদ আজাদ খান - ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে, ড. এহতেসাম উল হককে মহাপরিচালকের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের আরেক আদেশে তাকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করে অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যাপক নেহাল আহমেদের চুক্তি বাতিল হয়। পরে রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। বিদায়ী বছরের ডিসেম্বরে চলতি দায়িত্ব পান রেজাউল করিম। চলতি বছরের ২ জানুয়ারি তিনি অবসরে গেলে মহাপরিচালকের পদটি শূন্য হয়।

পরে ২০ জানুয়ারি রুটিন দায়িত্ব পান অধ্যাপক ড. একিউএম শফিউল আজম। পরে চলতি দায়িত্ব পান পটুয়াখালী সরকারি কলেজে অধ্যাপক ড. মো: এহতেসাম উল হক। এবার শিক্ষার এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।


আরো সংবাদ



premium cement
দর্শনায় উদ্ধারকৃত ৬টি বোমা নিষ্ক্রিয় করল র‌্যাব ইউক্রেনকে আর অর্থ দেবে না যুক্তরাষ্ট্র ফেনীতে ‘আমার জেলায় আমি সেরা, সিজন-৩’ গ্র্যান্ড ফাইনাল দেশে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ইরানের সাথে সমন্বয় ও প্রচেষ্টা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : কাতারের আমির দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান করবে জামায়াত ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে?

সকল