২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

অধ্যাপক আজাদ খান মাউশির নতুন ডিজি

অধ্যাপক মুহাম্মদ আজাদ খান - ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে, ড. এহতেসাম উল হককে মহাপরিচালকের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের আরেক আদেশে তাকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করে অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যাপক নেহাল আহমেদের চুক্তি বাতিল হয়। পরে রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। বিদায়ী বছরের ডিসেম্বরে চলতি দায়িত্ব পান রেজাউল করিম। চলতি বছরের ২ জানুয়ারি তিনি অবসরে গেলে মহাপরিচালকের পদটি শূন্য হয়।

পরে ২০ জানুয়ারি রুটিন দায়িত্ব পান অধ্যাপক ড. একিউএম শফিউল আজম। পরে চলতি দায়িত্ব পান পটুয়াখালী সরকারি কলেজে অধ্যাপক ড. মো: এহতেসাম উল হক। এবার শিক্ষার এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।


আরো সংবাদ



premium cement