২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো এমবিবিএস ভর্তির সময়

২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো এমবিবিএস ভর্তির সময় - ছবি : সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আরেক দফা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সাথে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েব পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নোটিশে ভর্তির সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement