১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

জাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ বের করেন তারা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘বাকশালের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধা‘, ছাত্রলীগের চামড়া, তুলে নেবো আমরা’, ‘যুবলীগের চামড়া, তুলে নেবো আমরা’, হৈহৈ রৈরৈ রৈ, হাসিনা তুই গেলি কই’, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ইত্যাদি স্লোগান দেন।’

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন বলেন, ‘বহু মানুষের জীবনের বিনিময়ে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। কিন্তু এই হতাহতের জন্য আওয়ামী ফ্যাসিস্টদের মধ্যে বিন্দু পরিমাণ অনুতাপ নেই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।’

সাংস্কৃতিক জোট (একাংশ) আহ্বায়ক মাহফুজুল ইসলাম মেঘ বলেন, ‘আওয়ামীলীগ শুধু এই চব্বিশেই ফ্যাসিস্ট হয়নি, তারা ১৯৭৫ এ ও ফ্যাসিস্ট ছিল। পরপর তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আমরা চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমাদের সংগ্রাম চলবেই।’

নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের দেয়া রিপোর্ট অনুযায়ী ১৩ শতাংশ শিশু শহীদ হয়েছে। যারা শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে সেই গণহত্যাকারী আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। একইসাথে তাদের তল্পিবাহক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার সাহস যদি কেউ দেখায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও তাদের রুখতে আমরা প্রস্তুত আছি।’

শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। রাতে ব্যালট ভরে সকালে ভোটের মুলা ঝুলিয়েছে। এক্সট্রা জুডিশিয়ারি কিলিংয়ের মাধ্যমে দেশের আমজনতা, ভিন্ন মতাদর্শের মানুষ এবং আলেম সমাজকে ফাঁসিতে ঝুলিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরেও আওয়ামী দোসরা আমাদের ভাই-বোনদের উপর বিভিন্নভাবে হামলা করে যাচ্ছে। শয়তানের প্রতিনিধি গণহত্যাকারী এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’


আরো সংবাদ



premium cement