তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691697_134.jpg)
তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসা মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর আরামবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাকা কমার্স কলেজের প্রিন্সিপাল ড. আবু মাসুদ।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর সাইদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলাউদ্দিন আযাদ। মাদরাসার ৪৬০ জন ছাত্রের অংশগ্রহণে ২০টি গ্রুপে মোট ৬০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার মধ্যে ছিল ২০০ মিটার দৌঁড়, ব্যাঙ লাফ, লং হোমা, হাই জাম্প, মার্বেল দৌঁড়, ছিগা দৌঁড়, বিচ্ছুট দৌঁড়, অংক দৌঁড়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি।
প্রধান অতিথির ড. আবু মাসুদ বলেন, আমরা সবাই চাই আমাদের সন্তান দুনিয়াতে ভালো থাকবে। আবার আখিরাতের জ্ঞানও অর্জন করবে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন অব্যাহতভাবে সেই কাজটি করে যাচ্ছে। ইসলাম প্রচারের ক্ষেত্রে ভূমিকা পালন তার অবদান অস্বীকার্য। দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির জন্য তিনি সবাইকে সন্তান আত্মীয়-স্বজনকে মাদরাসায় ভর্তির আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা