১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু

প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব শুরু হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিন‌ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কদমতলায় এ উৎসব শুরু হয়।

ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রকাশনা উৎসবে রয়েছে পবিত্র কোরআন, নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার ও বিভিন্ন ধরনের ইসলামি বইসহ অর্থনীতি ও ইতিহাসের বই।

সরেজমিনে দেখা যায়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানা বয়সের মানুষ স্টল দেখতে আসছেন। অনেকেই তাদের ছেলেমেয়েদের জন্য বই কিনে নিয়ে যাচ্ছেন।

স্টল ঘুরতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে একজন অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামি বই রয়েছে। আশা করছি, আগামীতেও এমন উৎসব আয়োজন হবে।’

স্টল দেখতে আসা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আরমান বলেন, ‘ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামির বই রয়েছে। এরা প্রতিবছরই এই রকম উৎসবের আয়োজন করবে বলে আশা করছেন তিনি।’

প্রকাশনা উৎসব সম্পর্কে আয়োজক কমিটির পক্ষ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদ কবির বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে ১৫-১৬ বছর এসব শিক্ষামূলক সুন্দর প্রোগ্রাম করতে পারিনি। তবে এখন আলহামদুলিল্লাহ, আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়েই কদমতলায় সুন্দর প্রকাশনাগুলো ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি। আমাদের স্টলে আসুন। শিবির সম্পর্কে জানুন।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের স্টেকহোল্ডাররা অনেক সময় আফসোস করেন আমাদের প্রকাশনাগুলো না পেয়ে। বিশেষ করে তিন পাতার ক্যালেন্ডারটি আমাদের জুলাই বিপ্লব উপলক্ষে তৈরি করা হয়েছে। এগুলো থেকে শিক্ষণীয় বিষয়ের পাশাপাশি মানুষের আগ্রহের বিষয়ও থাকবে।’


আরো সংবাদ



premium cement