জাবিতে খাবারের অতিরিক্ত দাম নেয়ায় হোটেল মালিককে জরিমানা
- জাবি প্রতিনিধি
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খাবারের অতিরিক্ত দাম নেয়ায় এক হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট সংলগ্ন মামা-ভাগিনা হোটেলে অভিযান চালিয়ে এই জরিমানা করে প্রশাসন।
জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু এবং অভিভাবকদের খেকে অতিরিক্ত মূল্য নিচ্ছিল মামা-ভাগিনা হোটেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ খবর পেয়ে সরেজমিনে ওই হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মামা-ভাগিনার হোটেলের মালিক সোহেল রানা বলেন, ‘প্রশাসন আমাদের মূল্য তালিকা দিলেও অতিরিক্ত দ্রব্যমূল্যের সাথে তাল মেলানো সম্ভব হচ্ছে না। তাই দাম বেশি রেখেছি।’
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামা-ভাগিনা হোটেলে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান বিশ্ববিদ্যালয়ের বটতলাসহ সকল স্থানে চলমান থাকবে।