০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

মেডিক্যালে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত

কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর - ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: রুবীনা ইয়াসমিন।

তিনি বলেন, ‘কোটার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে আমাদের পরবর্তী সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাষ্ট্র এ বিষয়ে যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব। যেহেতু এ বিষয়টির সমাধান হয়নি তাই কোটায় উত্তীর্ণদের ভর্তি আমাদের স্থগিত রাখতে হচ্ছে।’

গত ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে মেডিক্যালে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয়া এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন আছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন সমালোচনা শুরু হয়। ফলাফল প্রকাশের রাতেই তা বাতিলের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একাংশ। পর দিন ২০ জানুয়ারিও কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ হয়। পরে বিষয়টি নিয়ে সেই দিন বৈঠক করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটগুলোকে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়। আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।


আরো সংবাদ



premium cement
সব হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতেই হবে : অলি আহমেদ হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন

সকল