জাকসু নিয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল
- জাবি প্রতিনিধি
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৭
প্রয়োজনীয় সংস্কার শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে শাখা ছাত্রদলের করা অবস্থান কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জাকসুর পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘বাহানা দিয়ে জাকসু মানি না, মানব না’, ‘আজকেই তফসিল ঘোষণা করো করতে হবে’, ‘অছাত্রদের ঠিকানা জাহাঙ্গীরনগরে হবে না’, ‘অচল জাকসু সচল করো, করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, অছাত্ররা কীভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়, তারা কীভাবে কাউন্সিল কক্ষে বসে মিটিং করে এটা আমরা জানতে চাই। প্রশাসনকে বলে দিতে চাই, নূরুল আলম প্রশাসন যে ভুল করেছে আপনারা সে ভুল করবেন না। আজকে যদি প্রশাসন তফসিল ঘোষণা না করে, তাহলে তাদেরকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে। আমরা তফসিল না নিয়ে এখান থেকে যাব না।
প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, অছাত্ররা বলেছে জাকসু হলে নাকি লাশ পড়বে। তার মানে তারা সিদ্ধান্ত দিয়েছে অশান্তি-অরাজকতা সৃষ্টি করবে। তারা কাদের ছত্রছায়ায় ক্যাম্পাসে আসে তা আমরাও দেখতে চাই। তারা হলগুলোতে এসে মিটিং করে, দু’দিন পর আমাদের হল থেকে বের করে দিবে না তার কী গ্যারান্টি আছে। জাকসু না হলে আবার নতুন স্বৈরাচার গড়ে উঠবে। আপনারা যে নামেই রাজনীতি করেন না কেন, লেজুড়বৃত্তিক রাজনীতি শুরু করতে চাইলে আবার মুগ্ধ, সাঈদরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শহিদুজ্জামান সরকার শাওন বলেন, ক্যাম্পাসে ফ্যাসিস্ট ছাত্রলীগের জায়গা নিয়েছে ছাত্রদল। আমরা যদি এখন না দাঁড়াই তাহলে আবার এই ফ্যাসিবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা কি এই চাচ্চুদের রাজনীতি করতে দিতে চাই? আমরা চাই প্রশাসন যাতে অছাত্রদের কথায় কর্ণপাত না করে।
গণিত বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সাফায়েত মীর বলেন, ক্যাম্পাসের গেটে অছাত্রদের প্রবেশ নিষেধ লিটলেট টানিয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় সেই অছাত্ররাই আজকে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি দেয়। আমরা চাই এই প্রশাসন নিজেদের মোনাফেক প্রমাণ করবে না। আজকে তফসিল ঘোষণার তারিখ ছিল। সে অনুযায়ী তারা কথা রাখবে সে আশা রাখি। যদি তারা মোনাফেকি করে আমরাও অবস্থান কর্মসূচি থেকে উঠবো না।
এর আগে, বিকেল ৪টায় জাকসু'র গঠনতন্ত্র সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। এতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কার দাবি করেন তারা। একইসাথে প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের অপসারণ ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
মিছিল শেষে সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাবি ছাত্রদল সবসময় জাকসু নির্বাচনের পক্ষে। তবে জাকসুর রোডম্যাপ এবং এর সংস্কার সমান্তরালে চলতে হবে।
সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেয়া যাবে না। সংস্কার উপেক্ষা করে প্রশাসন তফসিল ঘোষণা করলে আগামীতে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
পরিবেশ পরিষদের সভা শেষ করে এসে সার্বিক বিষয় ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বলেন, তফসিলের আগে কিছু বিষয় গুরুত্বপূর্ণ বলে একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৪ কর্মদিবসের মধ্যে সংস্কার বিষয়ে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করবে। জাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে খেয়াল রাখবে এই কমিশন।
কিন্তু প্রশাসনের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। তারা স্পষ্ট বার্তা চেয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এছাড়া তফসিল ঘোষণা করা না হলে আসন্ন ভর্তি পরীক্ষা হতে না দেয়ার ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, পূর্বের ঘোষণা অনুসারে আজ (১ ফেব্রুয়ারি) জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা