০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি বিশেষ বিবেচনায় রেখেছে শিক্ষা মন্ত্রণালয় - ফাইল ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দেয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য্য ধারণের অনুরোধ করা হলো। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সব সময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সরকারি সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি সরকার মেনে নিলেও সরকারি তিতুমীর কলেজ ‘তিতুমীর বিশ্বদ্যিালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি করে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করে। গত ২৯ জানুয়ারি বিকেল থেকে কলেজ গেটের সামনে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার ইংল্যান্ডের ক্লাব এসেক্সে ডাক পেলেন শরিফুল উজিরপুরের সন্ধ্যা নদী থেকে ট্রলার চালক মাহাবুল নিখোঁজ লিবিয়া উপকূলে ২০ লাশ উদ্ধার, সবাই বাংলাদেশী হওয়ার আশঙ্কা জাকসু নিয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই : রহমাতুল্লাহ ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু সুরভি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রংপুরে ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় যুব লীগ নেতা গ্রেফতার ১৮ ফুটবলারকে ডেকেছে কমিটি ড্রামের খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি

সকল