নারী শিক্ষার্থীদের সুবিধায় ৭ দফা দাবি জবি শিবিরের
- জবি সংবাদদাতা
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬
ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের মানসম্মত ওয়াশরুম, স্যানিটাইজেশন, ছাত্রকল্যাণে নারী সহকারী পরিচালক নিয়োগসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি বরাবর এসব দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
দাবিগুলো হলো ছাত্রকল্যাণ দফতরে সহকারী পরিচালক হিসেবে একজন নারী শিক্ষক নিয়োগ দিতে হবে, আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযুক্ত নামাজের স্থান বরাদ্দ করতে হবে। (চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও ব্যবস্থা নেয়া প্রয়োজন।) কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে, ক্যাম্পাসে (বিভাগের বাইরে সার্বক্ষণিক প্রবেশাধিকার আছে এমন স্থানে) নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে, ক্যান্টিনে পূর্ণ পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে, আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছাত্রী হলের মেডিক্যাল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করণে চিকিৎসক নিয়োগ দিতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির সর্বদা ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বড় একটি অংশ হলো আমাদের নারী শিক্ষার্থীরা। এসব নারী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। আমাদের এ দায়িত্ববোধের জায়গা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে নারী শিক্ষার্থীদের কল্যাণে সাতটি দাবি উত্থাপন করেছি। এগুলো বাস্তবায়ন হলে আমাদের নারী শিক্ষার্থীদের অনেক সমস্যা সমাধান হবে বলে আশা করি।