ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে
- ঢাবি প্রতিনিধি
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৭, আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেল অধ্যাপক নিয়াজ আহম্মেদ খানের (ভিসি) সাথে অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে।
আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এই সভা শুরু হয়।
এতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, রেজিস্ট্রার, প্রক্টরসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।
এর আগে, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ের পাশে সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।