২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`
৭ কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঢাবি প্রো-ভিসির পদত্যাগের ৪ ঘণ্টার আল্টিমেটাম

সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা - ছবি - বিবিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের জন্য চার ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে সংবাদ সম্মেলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন শুরু হয়।

এতে উপস্থিত সাত কলেজের শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে তাদের দাবি মেনে নেয়ার জন্য চার ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ এবং তাদের আগের পাঁচ দফা দাবি মেনে নেয়া না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন।

এর আগে রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের সাথে দেখা করতে যায়।

সেখানে অধ্যাপক মামুন আহমেদ ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এরপর তার পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। যদিও পরে অধ্যাপক মামুন তার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement