২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

ঢাবি ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ হয় - ছবি : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) স্নাতক দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হলো।

এই পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে ঢাবির সোমবারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়।

সাত শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।

এর প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা প্রায় সাড়ে চার ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত সাড়ে ১০টার দিকে ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।

এক পর্যায়ে ঢাবির বিভিন্ন হল থেকে কয়েক শ’ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এই ধাওয়ার মধ্যে রাত ১২টার পর পুলিশ মাঝে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু গাজার জনগণের ওপর যে পরিমাণ বোমা ফেলা হয়েছে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের হাসিনার সামরিক উপদেষ্টাসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না : মাহমুদ আব্বাস বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের সুবিধায় ৭ দফা দাবি জবি শিবিরের বেরোবিতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে দুই কেএনএফ সন্ত্রাসী আটক

সকল