ঢাবি ও অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, বিজিবি মোতায়েন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:৫৬, আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০০:৫৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসির (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাবির শিক্ষার্থীদের ধাওয়ায় সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে।
পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী প্রায় সাড়ে চার ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাত সাড়ে ১০টার দিকে প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক শ’ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এই ধাওয়ার মধ্যে রাত ১২টার পর পুলিশ মাঝে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরেও দুই পক্ষের শিক্ষার্থীরা দুই দিকে অবস্থান নিয়ে আছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১২টার পর সেখানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম।
শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা