২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের - ছবি : সংগৃহীত

ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের অভিযোগের ঘটনায় ১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরো শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে রোববার সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তারা। ফলে এখান দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবি প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।

তারা আরো অভিযোগ করে বলেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।

এ সময় অশোভন আচরণের জন্য ঢাবি প্রোভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ৫ দফা দাবির কথা জানান আব্দুর রহমান নামে এক শিক্ষার্থী প্রতিনিধি।

দাবিগুলো হলো-
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।


আরো সংবাদ



premium cement
সাত কলেজের শিক্ষার্থীদের বারবার যে কারণে রাস্তায় নামতে হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৩ যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে দোহাজারীতে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত ইন্দুরকানীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার সিলেটে সাংবাদিক তুরাব হত্যা : এডিসি দস্তগীর বরখাস্ত ভোটে জিতলে দিল্লিকে ‘অবৈধ’ বাংলাদেশী ও রোহিঙ্গা মুক্ত করার প্রতিশ্রুতি অমিত শাহ’র বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়নে কমিটি গঠন এডিবির সহায়তায় প্রথম ‘গ্রিন ডাটা সেন্টার’ স্থাপন করবে বাংলাদেশ

সকল