জানুয়ারিতেই বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা : উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:০২
চলতি জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রামে সার্কিট হাউসের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে।
‘স্বাধীনতার পর অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে, কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদে জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি,’ বলেন বিধান রঞ্চন।
তিনি বলেন, ‘বিশ্বের সমৃদ্ধ দেশগুলোতে তাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে, যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়।
‘এ জন্যই তাদের মধ্যে একই ধরনের মূল্যবোধের সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষাব্যবস্থা দিনদিন বিভক্তির দিকে যাচ্ছে। আমি জানি, এ দুরবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই আজকে মাঠপ্রশাসনের সাথে মতবিনিময় করেছি আপনাদের পরামর্শ নিয়েছি। আশা করছি, এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হাকিম।
সূত্র : ইউএনবি