ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:০৩, আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ২০:০৮
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রথম অধিবেশনে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পাঠ করেন সেন্টার পর জেনারেল এডুকেশনের (সিজিইডি) সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল মান্নান। এই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্ট্রাটিজি অ্যান্ড লিডারশিপের অধ্যাপক ড. মো: শরিয়ত উল্লাহ।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: সোহেল আল বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইচ-চ্যান্সেলর এবং ট্রেজারার কাজী আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সাইয়্যেদ শহিদুল বারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো: মিজানুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি সাইয়্যেদ উছামা আল মুসাদ্দিক।
এতে সমাপনী বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. আশরাফুর রশীদ।
পরে দ্বিতীয় অধিবেশনে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিনবিষয়ক আলোচনা করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনায়েত উল্লাহ ইউসুফ জাই। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা