বিনামূল্য বিতরণের ১০ হাজার বইসহ গ্রেফতার ২
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ১০ হাজার বইসহ দু’জনকে জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, বুধবার (২২ জানুয়ারি) বিকেল ঢাকার সূত্রাপুরের বাংলা বাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে এসব বই জব্দ করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেফতার সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও দেলোয়ার হোসেনের (৫৬) বাইরেও এমন আরে বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারে ডিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়। যেখানে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার বই রয়েছে।
জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) হস্তান্তরের কথাও জানান ডিবির এই কর্মকর্তা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বইগুলো পরিবহনের জন্য যাদের দায়িত্ব দেয়া হয়, একটা চক্র বইগুলো নিয়ে যায়। এরপর অতিরিক্ত বইগুলো এনে খোলা বাজারে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
অতিরিক্ত বই ছাপানোর সুযোগ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘১১৬টি প্রেসে বই ছাপানো হয়। ঢাকার বাংলাবাজার এবং ঢাকার বাইরেও কয়েকটি প্রেসে ছাপানো হয়, যারা সরকারি কার্যাদেশ পেয়ে থাকে। অতিরিক্ত বই ছাপানোর সুযোগ আছে কি না বিষয়টা তদন্তাধীন। যদি অনুসন্ধানে পাই অতিরিক্ত বই ছাপানো হয়েছে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এনসিটিবি অথবা মাউসির কেউ জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এনসিটিবির দু’টি গোডাউন রয়েছে- একটা তেজগাঁও ও আরেকটা টঙ্গীতে। সেখানেই বইগুলো সংরক্ষণ করা হয়, এর বাইরে কোথাও সংরক্ষণের সুযোগ নেই। ভেতরের কারো সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
গ্রেফতার সিরাজুল ইসলাম উজ্জ্বল ১০ বছর আগে একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জানিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘এবার তার গোডাউন থেকেই বইগুলো উদ্ধার করা হয়েছে। তিনি ১০-১২ টাকা করে বইগুলো কিনে ৮০-৮৫ টাকায় বিক্রি করে আসছিল। বিতরণ ও পরিবহনের অনিয়মে কারো সংশ্লিষ্টতা রয়েছে এমন আরো কিছু নাম আমরা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো জানান, এছাড়া আরো কিছু জায়গায় বিনামূল্যের এসব বই বিক্রির তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত ব্যবস্থা নেয়া হচ্ছে। তথ্য পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।