২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের

- ছবি - ইউএনবি

মুক্তিযোদ্ধা কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে সংহতি প্রকাশ করেন। সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।

গতকাল রোববার মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৪০ বা ৪১ নম্বর পাওয়া অনেক পরীক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। পক্ষান্তরে যারা তাদের চেয়েও দ্বিগুণ নম্বর পেয়েছেন, তারা ভর্তির সুযোগ পাননি।

কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি প্রফেসর ডা. মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল ওহাব শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন। প্রশ্ন রেখেছেন, এটা কি বৈষম্য নয়?

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা যখন প্রতিবাদ করতে শিখেছ, তখন রাজপথে নিজেদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।’

ঢাকা কলেজের শিক্ষার্থী দোহা বলেন, 'বৈষম্য দূর করার দাবিতে সফল আন্দোলনের পর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এ ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ হওয়া উচিত নয়। পাশ মার্ক যখন ৪০ হয়, তখন ৩৭ বা ৩৮ নম্বরের কেউ কিভাবে ভর্তি হতে পারে? আমরা আজ এই বৈষম্যের অবসান দাবি করছি।’

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘আগের বছরগুলোতে কাট-অফের সামান্য নিচে নম্বর পাওয়া শিক্ষার্থীরা কোটার মাধ্যমে ভর্তি হতে পারত। কিন্তু এ বছর কাট-অফের নিচে ৩০ থেকে ৩৫ নম্বর পাওয়া প্রার্থীরা কোটা পদ্ধতিতে ভর্তি হয়েছেন, যা গ্রহণযোগ্য নয়। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সব ধরনের কোটা বাতিল করে আজ পুনরায় ফল প্রকাশের দাবি জানাচ্ছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারও মেডিক্যাল শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে আন্দোলনের পরও আমরা দেখছি মেডিক্যাল কলেজগুলোতে অযৌক্তিক কোটা বাস্তবায়ন হচ্ছে।’

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় ৭২ নম্বর পাওয়া কিছু শিক্ষার্থী ভর্তি হতে পারেননি, অথচ অনেকে ৪০ নম্বর পেয়ে ভর্তি হয়েছেন। আমরা অবিলম্বে মেডিক্যাল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছি এবং সকল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালের ভর্তি পরীক্ষায় সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানাচ্ছি।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে জিয়াউল আহসানের আবেদন শিশু সাফওয়ান হত্যা মামলার দুই আসামি ৩ দিনের রিমান্ডে গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন কুড়িগ্রামে জামায়াত আমিরের আগমন উপলক্ষে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত গাজায় যুদ্ধবিরতির পর বেরিয়ে আসছে লাশের সারি গাজা-লেবাননে আরো যুদ্ধ করতে চায় ইসরাইল আবু সাঈদ হত্যা : বেরোবিতে বহিষ্কার হলেন যারা সাভারে ছাত্র হত্যা মামলার আসামি শীর্ষসন্ত্রাসী আজিজ গ্রেফতার মালয়েশিয়া বিএনপির উদ্যেগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া মনিরামপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

সকল