১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

লিখিত প্রতিশ্রুতি পেয়ে অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন জবি শিক্ষার্থীরা - ছবি : নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী বুধবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে মর্মে লিখিত চিঠি পাওয়ার পর অনশন প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত জবি পুরোপুরি শাটডাউন থাকবে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহীদ মিনারে এ ঘোষণা দেন জবির বোটানি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব।

তিনি বলেন, ‘বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এ ছাড়া অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।’

রাকিব বলেন, ‘অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।’

এর আগে দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। সেগুলো হলো-

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড রেজাউল করিম বলেন, আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

এদিন বিকেল ৩টায় সচিবালয়ের মিটিং শেষে ক্যাম্পাসে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি জানান, ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে গেছে। আগামী বুধবার সভা নির্ধারিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাজ হস্তান্তর হবে। সেনাবাহিনীকে কাজ দেয়া প্রসঙ্গে আমরা ইউজিসির সাথে আগেই কমিটমেন্ট ছিলাম।


আরো সংবাদ



premium cement
পুলিশের ঘুষ নেয়ার অভিযোগ ৩১ শতাংশ শিক্ষার্থীর, ভোগান্তির শিকার ৩৭ শতাংশ আশুলিয়ায় বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার সময় ভাইসহ আটক ইবনে সিনা ট্রাস্ট ও বেপজার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে সংঘর্ষে জড়ানো ৬৩ আইনজীবীর জামিন ইকবাল সোবহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্কফোর্স ঢাবি তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের ‘আইআইটি ডে’ উদ্যাপিত ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় : নূরুল ইসলাম বুলবুল বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি বাংলাদেশ মুসলিম লীগের ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে শিবিরের ৯ দফা প্রস্তাবনা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা বোরহানকে উঠিয়ে নেয়ার অভিযোগ

সকল