৩ দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ জগন্নাথের শিক্ষার্থীদের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৩, আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ২০:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এসব দাবিতে অনশনে থাকা শিক্ষার্থীরা সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করেন তারা। অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা হেঁটে যাত্রা করেন। বিকেল পৌনে ৫টার দিকে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা।
এর আগে তিন দফা দাবিতে গণ–অনশন করে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।
এ ছাড়া আজ সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিকে ‘অস্পষ্ট’ উল্লেখ করে শিক্ষার্থীরা তা সংশোধনের দাবি জানিয়েছেন। একইসাথে দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না এলে আজ রাতে সচিবালয়ে অবস্থানের ঘোষণা দিয়েছিলেন তারা।
অনশনকারীরা জানান, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস দেয়নি। তারা চিঠি সংশোধনের দাবি জানান এবং দ্রুত সুনির্দিষ্ট রূপরেখাসহ নতুন চিঠি না পেলে রাতে সচিবালয়ে অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; যত দিন আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।