১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

দাবি মেনে নেয়ার লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবেন জবি শিক্ষার্থীরা

জবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিনটি দাবি মেনে নেয়া হবে এ মর্মে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবেন শিক্ষার্থীরা। স্বল্প সময়ের মধ্যে এ অঙ্গীকার মন্ত্রণালয় থেকে আসতে হবে। অন্যথায় সচিবালয়মুখী পদযাত্রা শুরু করবেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে অনশনকারী সকল শিক্ষার্থীদের পক্ষে এমনটাই ঘোষণা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ও জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক সজিবুর রহমান।

তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় থেকে চিঠি না আসা পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে। এছাড়া আগামী বুধবার বৈঠকে আমাদের তিনটি দাবি না মানা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে।’

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘আগামী বুধবার বৈঠকে সেনাবাহিনী প্রকৌশলী ইউনিট, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে আমাদের তিনটি দাবি মেনে নেয়া হবে বলে অঙ্গীকার দিয়ে লিখিত দিতে হবে।’

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা; সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্যসম্পাদনের দায় নিয়ে বানী ভবন ও হাবিবুর রহমান ভীনের স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও করা বাজেট পাস করতে হবে। ২০২৫-২৬ অর্থবছর আসার আগেই জরুরিভিত্তিতে ৭০ ভাগ শিক্ষার্থীর আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারি ২০২৫ থেকেই দেয়ার ঘোষণা দিতে হবে।


আরো সংবাদ



premium cement