জবিতে শিক্ষার্থীদের অনশন, কমপ্লিট শাট ডাউন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা।
তাদের অন্য দু’টি দাবি হলো অস্থায়ী আবাসন এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।
প্রধান ফটকে তালা দেয়ায় ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে পারছে না। তবে পকেট গেট খোলা রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য।
রোববার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে অন্তত ১০ জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে রাতেই তাদের সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অর্ধ শতাধিক ছাত্রী।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা