বেরোবি শিক্ষার্থীর বিরুদ্ধে যুগল আটকে চাঁদা আদায়ের অভিযোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২০, আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক যুগলকে আটকে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের ১২তম ব্যাচের আরমান নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদা আদায় ও মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি মাঠে এক যুগলকে আটক করেন আরমান ও জাকির নামে আরেক বহিরাগত। এ সময় আরমান ওই যুগলের বিয়ে করিয়ে দেয়ার হুমকি দেন এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
জানা গেছে, একপর্যায়ে আটক হওয়া যুগল তিন হাজার টাকা দিতে চাইলে আরমান রাজি হন এবং ওই সময়েই এক হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করেন। সেই মুহূর্তে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে আটক হওয়া যুগল টাকা দেয়ার বিষয়টি জানান এবং আরমান বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন।
আটক হওয়া পূজা অভিযোগ করে বলেন, ‘শুরুতে আমাদের আটক করা হয় তারপর আরমান বলেন, বিষয়টি এখানেই মিটমাট করে ফেলতে নইলে আমাদের পুলিশকে দিয়ে দেয়ার ও বিয়ে করিয়ে দেয়ার হুমকি দেন। আমাদের কাছে শুরুতে ১০ হাজার টাকা পরে পাঁচ হাজার সর্বশেষ তিন হাজার টাকা দাবি করলে আমরা এক হাজার টাকা বিকাশে পাঠাই এবং বাকি টাকা দেয়ার ব্যবস্থা করি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান বলেন, ‘চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে জিরো টলারেন্স। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিব। এ ইস্যুতে কোনো ছাড় নয়।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা