০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ভর্তি মেলার উদ্বোধন করছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। - ছবি : সংগৃহীত।

উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং-২০২৫। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় ভর্তি মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

১৪ দিন ব্যাপী শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে মেলা উপলক্ষে বিভিন্ন বিভাগের ১৪টি স্টল ও বিভিন্ন ক্লাবের প্রদর্শণনহ মোট ২৭টি স্টল রয়েছে। যেখানে সকল স্নাতক প্রোগ্রামে ২৫-১০০ শতাংশ স্কলারশিপ এবং সকল স্নাতকোত্তর প্রোগ্রামে ২৫-৫০ শতাংশ স্কলারশিপে ভর্তি চলছে। এ মেলায় ভর্তি হলে শিক্ষার্থীরা স্পেশাল স্কলারশিপের পাশাপাশি আকর্ষণীয় ব্যাগ ও অন্যান্য উপহার পাবেন।

মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর বলেন, উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ’। এবারের ভর্তি মেলা স্প্রিং-২০২৫ উপলক্ষে ভর্তি ফি ও টিউশন ফিতে নানাবিধ সুযোগ ও স্কলারশিপ দিচ্ছি।’

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটি প্রো-ভিসি প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিরেক্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement