০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

ঢাবিতে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ঢাবি’র শারীরিক শিক্ষা কেন্দ্রে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় - ছবি : নয়া দিগন্ত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল।

বুধবার (১ জানুয়ারি) ঢাবি’র শারীরিক শিক্ষা কেন্দ্রে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে রাকিবুল ইসলাম বকুল বলেন, ‘বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি পরিলক্ষিত হয়েছে তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগের নিদারুণ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদল এ ধরনের রাজনীতি থেকে বিরত থেকে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে।’

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা, চিন্তা-চেতনাকে ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্র রাজনীতির সকলের মাঝে ছড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার জন্য।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি, এ আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করবে। এতে যা যা সাহায্য দরকার কেন্দ্রীয় ছাত্রদল তা সরবরাহ করবে।’

তিনি বলেন, ‘সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমারা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করব। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জান শিপন।


আরো সংবাদ



premium cement