০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

এবার হচ্ছে না ‘বই উৎসব’

১৫ বছর পর এবার হচ্ছে না ‘বই উৎসব’ - ছবি : সংগৃহীত

অপ্রয়োজনীয় খরচ এড়াতে এবার বাতিল করা হয়েছে বই উৎসব। গত ১৫ বছর ধরে নিয়মিত হয়ে আসছিল এ উৎসব। ২০০৯ সালে প্রথম বিনামূল্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২০১০ সালের ১ জানুয়ারি প্রথমবার বই উৎসব পালন করা হয়। টানা ১৫ বছর শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে উৎসব করে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে।

দেড় দশকের ওই রীতিতে এবার ভাটা পড়েছে। ‘অপ্রয়োজনীয় খরচ’ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ঘটা করে বই উৎসব। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তন ও বই ছাপার কাজ দেরিতে শুরু করায় সব বই ছাপাও শেষ করা সম্ভব হয়নি। ফলে সব বই হাতে পেতে আরো একমাস সময় লাগতে পারে।

এবার বই উৎসব করছে না সরকার। তবে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে উন্মুক্ত করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করবেন প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।


আরো সংবাদ



premium cement