০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

জাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের ১ জানুয়ারি থেকে পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি করা হয়েছে।

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা ও ভিসি কোটা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। পরীক্ষা হবে সাত ইউনিটে। এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (বি ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এর পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) সাথে আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে যুক্ত করা হয়েছে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এইচ ইউনিট) এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদকে (এ ইউনিট) একসাথে যুক্ত করা হয়েছে।

চারুকলা ও নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য সি১ ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবি-জেইউ) এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা (ই ইউনিটেই) অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ইহসান জিহাদ বলেন, ‘জাবি ভর্তি পরীক্ষায় শিফট কমানোয় প্রশাসনকে ধন্যবাদ। এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের জন্য বাড়তি টাকা গুণতে হবে না। ভোগান্তিও কমবে আশা করি।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল