১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদনের সময় বাড়ল

- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৩-২৪) কোর্সসমূহে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ (তিন শ’) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু হবে। এছাড়া অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪।

কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ২ জানুয়ারি। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফি-এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (আবেদনকারী প্রতি ২০০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে যেকোনো সোনালি ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল শেখ হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধানে দুদক দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা কাগজ সঙ্কটে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ আব্বাস আলী খান তাকওয়ার জীবনযাপনে ছিলেন সচেতন : ডা: শফিক আশা করতে পারেন ২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন গাজা ও পশ্চিমতীরে ১৩ হাজার শিক্ষার্থী হত্যা স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে : তারেক সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্কটের উত্তরণ বলছে বিএনপি নির্বাচনে প্রস্তুত ইসি, ব্যালটেই হবে ভোট

সকল