০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আজমীরের সাফল্য

সমাবর্তন অনুষ্ঠানে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং রেক্টরের সাথে আজমীর - সংগৃহীত

সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে (সিইইউ) সাফল্য অর্জন করেছেন মো: আজমীর রহমান সরদার। জেলা শহর লালমনিহাটের আজমী সিইইউর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রাজনৈতিক অর্থনীতিতে কনসেন্ট্রেশনসহ মাস্টার অফ আর্টস (এমএ) সম্পন্ন করেছেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সিইইউর বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২০২৩ সালে ২৬তম এবং ২০২৪ সালে ৩২তম অবস্থানে রয়েছে।

২০২৩ সালে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক হাজার ৪৯০ শিক্ষার্থীর মাঝে মাত্র ১০ জন বাংলাদেশী শিক্ষার্থী ছিল। বাংলাদেশ থেকে সিইইউতে অধ্যয়নরত এই অল্প সংখ্যক শিক্ষার্থীর মধ্যে সৌভাগ্যবান ছিলেন আজমীর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সম্মান স্নাতক করা আজমীর দেশে ও বিদেশে একের পর এক সাফল্যগাথা রচনা করে চলেছেন।

সিইইউ মাস্টার্স বৃত্তি নিয়ে অধ্যয়ন করার সুযোগ পাওয়া আজমীরের গবেষণা অভিসন্দর্ভের বিষয়বস্তু ছিল ঐতিহাসিক নব্য-ঔপনিবেশিক ও আধুনিক নব্য-উদারতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে বৈশ্বিক পুঁজি সঞ্চয়ে রাজনৈতিক সহিংসতার ভূমিকা।

এই অভিসন্দর্ভের মাধ্যমে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি এবং উন্নয়ন অর্থনীতির নব্য-ঔপনিবেশিক নির্ভরতা মডেল এবং নব্য-উদারতান্ত্রিক বাজারবান্ধব উন্নয়ন মডেল এর মধ্যে নতুন সংযোগ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো সাবেক উপনিবেশ এবং উন্নয়নশীল দেশের জন্য এমন গবেষণার প্রয়োজনীয়তা অপরিহার্য। এর সাথে আন্তর্জাতিক পুঁজি প্রবাহের মাঝে কিভাবে পুঁজিপতি দেশসমূহ সহিংসতার ব্যবহার করে পুঁজি নিজ দেশের মধ্যে কুক্ষিগত করে রাখার প্রচেষ্টা করে যাচ্ছে তার মুখোশ উন্মোচন করার প্রয়াস নেয়া হয়েছে এই গবেষণার মাধ্যমে।

সিইইউ থেকে এই সম্মাননা পাওয়ার আগে আজমীর ঢাবিতে অধ্যয়নকালে ২০২২ সালে দ্য গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট অ্যাওয়ার্ডের এশিয়া রিজিওনাল উইনার অ্যাওয়ার্ড অর্জন করেন। এই প্রতিযোগিতাটি বিশ্বের সকল স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিশ্বের সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া হাজার হাজার গবেষণা পত্র থেকে সেরা স্নাতক কাজগুলোকে স্বীকৃতি দেয়। ফলে এটি বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাকাডেমিক পুরস্কার প্রোগ্রামগুলোর একটি।

এই প্রতিযোগিতায় বিশ্বকে সাতটি রিজিওনে বিভক্ত করে প্রতিটি বিষয়ের সেরা গবেষণা পত্রগুলো থেকে ওই রিজিওনের সেরা গবেষণা কর্মটিকে এই পুরস্কার দেয়া হয়। আজমীরের এই পুরস্কারটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিভাজনে ক্রমবর্ধমান অসমতা এবং শাসন ব্যবস্থা্র ভূমিকারওউপর গবেষণাকর্মের জন্য প্রদান করা হয়। এ গবেষণার ফলাফলে উঠে আসে দরিদ্র দেশগুলোতে অসমতার সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিভাজনের ইতিবাচক সম্পর্ক এবং মুক্ত রাজনীতির দেশগুলোতে নেতিবাচক সম্পর্ক রয়েছে। বৈশ্বিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যখন একের পর এক দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে, তাতে এমন গবেষণার গুরুত্ব দিন দিন বেড়েই চলছে।

ঢাবিতে আজমীরের যাত্রা শুরু হয় তীব্র প্রতিযোগীতামূলক ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ প্রতিযোগীর মধ্যে তৃতীয় মেধাস্থান অর্জনের মাধ্যমে। চূড়ান্ত স্নাতক ফলাফলের ভিত্তি করে ঢাবির প্রতিটা বিভাগের সেরা শিক্ষার্থীদের দেয়া সরকারি সম্মাননা বৃত্তিও পান আজমীর। এছাড়া স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপ এবং ইউনিভ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফর ইয়াং রিসার্চার্সে প্লাটিনাম অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।

সফলতার স্বীকৃতিস্বরূপ আজমীর গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট অ্যাওয়ার্ডের প্যানেল বিচারক হিসেবে আমন্ত্রিত হন এবং বর্তমানে তিনি এই দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি সারাবিশ্বের জমা পড়া প্রবন্ধ মূল্যায়ন করছেন। এর আগে তিনি বাংলাদেশে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট-র‌্যাপিড এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি পারামি ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল