০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, হাসানুল বান্না অলিসহ অন্য সমন্বয়করা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘হাজারো ছাত্র-জনতার কোরবানির বিনিময়ে চব্বিশের স্বাধীনতা অর্জিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের অন্যতম দাবি ছিল ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়া। আমরা আর কোনো রাষ্ট্রের গোলামির পাত্র হতে চাই না। অস্তিত্বের প্রশ্নে যারা ভারত প্রীতি ছাড়তে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। এ সংগ্রামে সকলকে পাশে চাই।’

উল্লেখ্য, সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হিন্দুত্ববাদী এক সমিতির সমর্থকেরা এ হামলা চালায় বলে জানা গেছে। পরে এ হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


আরো সংবাদ



premium cement
মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয় সারা দেশে গুম খুনে জড়িতদের বিরুদ্ধে মামলা করছে বিএনপি ভারতের শোষণমূলক কর্মসংস্কৃতিতে বিপর্যস্ত মধ্যবিত্ত পাঠ্যবইয়ের আগেই বাজারে আসছে নিষিদ্ধ নোট গাইড ২ মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত হবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ২০ কোটি মানুষ প্রস্তুত : হেফাজতে ইসলাম ঘোষণাতেই চট্টগ্রাম বন্দরে ২০ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্পে ব্যয় বাড়ানো হয় ৮০০ কোটি টাকা পার্বত্য চুক্তির পুন-মূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি মুয়াজ্জিনসহ ৬ জন নিহত আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার নিন্দা বিভিন্ন সংগঠনের

সকল