১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাকচাপায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান নিহত

হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান নিহত - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান (৪৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান হাবিপ্রবি-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আব্দুল মান্নান মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে অপর দিক থেকে একটি ট্রাক একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।’

মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা জানান, ‘বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার পথে দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে তিনি নিহত হয়েছেন।’

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘আমরা ট্রাকটি জব্দ করেছি এবং ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে আজ রাতের মধ্যেই মামলা করা হবে। আমাদের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’


আরো সংবাদ



premium cement
সোনারগাঁওয়ে চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিহত করার আহ্বান বিএনপির মির্জাগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার ‘সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে’ সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : এ্যানি হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর

সকল